Sasraya News

Saturday, February 8, 2025

Telangana Flood : সাহসী যুবক বাঁচালেন নয়টি জীবন

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ তেলেঙ্গানা : প্রাণের তোয়াক্কা না করে বন্যা (Telangana Flood) বিপর্যস্তদের উদ্ধার। শিরোনামে এক যুবক। অন্যরা প্রাণের ঝুঁকি নিতে বারণ করায় তাঁর উত্তর ছিল, “আমি মরলে একটি প্রাণই যাবে। কিন্তু যদি বেঁচে ফিরি, তা হলে ৯ জনকে নিয়েই ফিরব।”

বিগত ক’য়েক দিন থেকে তেলেঙ্গানায় ক’য়েকটি জেলায় দুর্যোগে পড়েছেন সাধারণ মানুষ। বন্যার সৃষ্টি হওয়ায় গৃহহীন অনেক পরিবার। বন্যার জল বৃদ্ধি পাওয়ায় প্রাণ ভয়ের আশঙ্কা করছেন সাধারণ মানুষজন। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। জলের তলায় পথ।

সূত্রের খবর, প্রকাশ নগরে সেতু পারাপারের সময় ৯ জন বন্যা দুর্গত আটকে পড়েন। ওই সময় সেতুর ওপর আশ্রয় নিয়ে ছিলেন অনেক দূর্গতই। এমন সময় প্রাণের ঝুঁকি নিয়ে ওই ৯ জন দুর্গতকে উদ্ধার করেন এক যুবক। তাঁর বাড়ি হরিয়ানা রাজ্যে। নাম সুভান। সুভান বুলডোজার নিয়ে সেতুর ওপর উঠে যান। উদ্ধার করেন ওই ৯ জন আক্রান্তদের।

প্রসঙ্গত উল্লেখ্য যে, একভাবে বৃষ্টিতে প্লাবিত তেলেঙ্গানার ক’য়েকটি জেলা। খান্নামের মুনেরু নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে সেতুর ওপরে উঠে যায়। আটকে যান ৯ জন মানুষ। সেতুর দু’পাশে অজস্র মানুষ দেখছিলেন সেই দৃশ্য। হরিয়ানার যুবকের প্রাণপণ চেষ্টাতেই প্রাণে বাঁচেন ওঁরা বলেই উল্লেখ।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : RG Kar Protest : ‘সিপিকে মেরুদণ্ড দিয়ে এসেছি’ ডেপুটেশন থেকে ফিরে বললেন জুনিয়র চিকিৎসক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment