Sasraya News

Tejaswi Yadav : ২৫ মার্চ সিবিআই-এর মুখোমুখি হনেন তেজস্বী

Listen

২৫ মার্চ সিবিআই-এর মুখোমুখি হনেন তেজস্বী

সাশ্রয় নিউজ ★ পাটনা : ২৫ মার্চ সিবিআই-এর মুখোমুখি হনেন তেজস্বী যাদব। বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে এর আগে তিনবার ডেকে পাঠান সিবিআই আধিকারিকরা। সন্তানসম্ভবা স্ত্রী-এর অসুস্থতার কথা জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন তেজস্বী। কিন্তু কোর্ট তাঁকে রক্ষাকবচ দেয়নি।

২০০৪-২০০৯ সাল পর্যন্ত আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী ছিলেন। ওই সময় জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ী দেবী, কন্যা মিশা ভারতী সহ আরও ১৪ জনের বিরুদ্ধে।

ওই মামলায় তেজস্বীকেও তলব করে সিবিআই। গতকাল বৃহস্পতিবার তেজস্বী জানান, তিনি ২৫ মার্চ দেখা করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read