



সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : বিশ্ব জয়ীদের বরণ করতে মেরিনড্রাইভে ভিড়। এদিনই দিল্লি থেকে বিশেষ বিমানে মুম্বাই পৌঁছয় রাহুল, রোহিত, কোহলি, বুমরাহ, সূর্য সহ পুরো টি-২০ বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়া (Team India)। সূত্রের খবর, হুডখোলা বাসে নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে পর্যন্ত দুই কিলোমিটার ট্রফি নিয়ে বিজযাত্রা করবেন রোহিতরা। এদিনই বিশ্বকাপ জয়ী দলকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হবে বলে উল্লেখ।
ছবি ঋণ : X, PTI
আরও খবর : Team India : প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতরাশে অংশ নিল বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়ার সদস্যরা
