Sasraya News

Saturday, February 8, 2025

Team India : প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতরাশে অংশ নিল বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়ার সদস্যরা

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : টিম ইন্ডিয়া (Team India) দেশে ফিরতেই রোহিত-কোহলিদের নিয়ে আবেগে ভাসল সমর্থকরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল জিতেও দেশে ফিরতে পারছিল না কোচ রাহুল দ্রাবিড়-এর টিম ইন্ডিয়া। আবহাওয়া অনুকূল না থাকায় ওয়েস্ট ইন্ডিজেই টিম-হোটেল আটকে ছিল ভারতীয় দল। এদিনই দীর্ঘ বিমান জার্নি করে কোহলিরা দেশে ফেরেন। আজ সকালবেলা ভারতীয় দলের বিশেষ ফ্লাইট দিল্লি বিমানবন্দরে অবতারণ করে। বিমান বন্দরেই ক্যাপ্টেন রোহিত শর্মা কেক কাটেন। চতুর্দিকে ছিল সমর্থকদের উচ্ছ্বাস। দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও। সেখানে সমগ্র বিশ্বকাপজয়ী দল প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতরাশে অংশ নেন। প্রধানমন্ত্রীর হাতে ট্রফি তুলে দেন রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা। সেখান থেকে টিম ইণ্ডিয়ার সদস্যরা বিমানে উড়ে যান মুম্বাই।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment