Sasraya News

Saturday, February 8, 2025

T20 World Cup 2024 : টি ২০ বিশ্বকাপে মাত্র এক রান কাঁদাল নেপালকে

Listen

সাশ্রয় নিউজ স্পোর্টস ডেস্ক  :  পরের পর্বে যাওয়ার কোনও আশা রইল না। টি ২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) থেকে ছিটকে গেল নেপাল। দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ১ রানে পরাজিত নেপাল। আবেগ ধরে রাখতে পারেননি নেপালের সমর্থকরা। চোখ থেকে জল ঝরতে দেখা যায়। উল্লেখ্য, শনিবার ম্যাচটি জিতলে চলতি টি ২০ বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার আশা থাকত। তবে এদিনের হার সেই আশায় জল নেমে এল। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১১৫ রানে তাঁদের ইনিংস শেষ করে। নেপালকে মাত্র ১ রানের জন্য জয়ের দোর থেকে ফিরতে দেখে হতাশ দলটির সমর্থকরা। মাঠেই চোখের জলে ভাসালেন দলটির সদস্য গুলসন ঝা।

👉এক নজরে দুই দলের স্কোর :

দক্ষিণ আফ্রিকা : ১১৫/৭ (২০.০),

নেপাল : ১১৪/৭ (২০.০) 

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment