Sasraya News

Friday, March 28, 2025

Swami Smaranananda Demise : প্রয়াত স্বামী স্মরণানন্দজী

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রয়াত হয়েছেন স্বামী স্মরণানন্দজী (Swami Smaranananda Demise)।  মঙ্গলবার রাত ৮:১৪ তে তিনি প্রয়াত হন। জানুয়ারি মাসের ২৯ তারিখ থেকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তিনি চিকিৎসাধীন ছিলেন। বার্ধক্যজনীত সমস্যায় ভুগছিলেন স্বামী স্মরণানন্দজী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। টানা ২৩ দিন ভেন্টিলেশনে সাপোর্টে ছিলেন। স্বামী স্মরণানন্দজী  রামকৃষ্ণ মিশন মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা সফরকালে তাঁকে হাসপাতালে দেখতে যান। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে দেখে আসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এক্স হ্যাণ্ডেলে রামকৃষ্ণ মিশনের ষোড়শ অধ্যক্ষ্য সম্পর্কে লেখেন, “কয়েক বছর ধরে তাঁর সঙ্গে আমার নিবিড় যোগাযোগ হয়েছিল। ২০২০ সালে বেলুড় মঠে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেছিলাম। কয়েক সপ্তাহ আগে কলকাতায় হাসপাতালে গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজ-খবরও নিয়েছিলাম। বেলুড় মঠের অগণিত ভক্তের প্রতি আমার সমবেদনা।” সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর (PM Narendra Modi) আরও সংযোজন, “রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের শ্রদ্ধেয় সভাপতি শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী মহারাজ আধ্যাত্মিকতা ও জীবসেবায় উৎসর্গ করেছিলেন তাঁর জীবন। অগণিত হৃদয় ও মনে তিনি ছাপ রেখে গিয়েছেন। তাঁর সহানুভূতি ও জ্ঞান অনুপ্রাণিত করবে বহু প্রজন্মকে।” উল্লেখ্য, স্বামী স্মরণানন্দজীর প্রয়াণে শোকাভিভূত তাঁর দেশ-বিদেশের অজস্র ভক্ত। আজ বুধবার বেলুড় মঠে তাঁর অন্তিম ক্রিয়া সম্পন্ন হবে বলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে মঠ কর্তৃপক্ষ। এবং সারাদিন বেলুড়মঠেই (Belur Math) ভক্তদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য ওঁর নশ্বর দেহ শায়িত থাকবে বলে উল্লেখ। ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Mamata Banerjee-Yousuf Pathan : ইউসুফের হয়ে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment