



শুভ্রাংশু চন্দ, সাশ্রয় নিউজ ★ মুম্বই: মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। মুম্বই প্রিমিয়ার লিগে ব্যাট হাতেও দেখা গিয়েছিল তাঁকে। এর মধ্যেই হঠাৎই বিদেশ রওনা দিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। গন্তব্য ছিল জার্মানির মিউনিখ। কেন এই সফর, তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। শেষ পর্যন্ত জানা গেল, ফের স্পোর্টস হার্নিয়ায় ভুগছিলেন তিনি। সেই কারণেই অস্ত্রোপচার করাতে হয়েছে। মিউনিখে তাঁর অস্ত্রোপচার সফল ভাবেই সম্পন্ন হয়েছে। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে নিজেই এই খবর দিয়েছেন সূর্য। পোস্টে তিনি লেখেন, “ডানদিকের লোয়ার অ্যাবডোমেনে স্পোর্টস হার্নিয়ার সমস্যা হয়েছিল। সফল অস্ত্রোপচার হয়েছে। এখন রিকভারি প্রক্রিয়া শুরু হয়েছে। আবার মাঠে নামতে আর তর সইছে না।” তাঁর এই বার্তায় স্বস্তি ফিরেছে সমর্থকদের মধ্যে। অনেকেই আশা করছেন, দ্রুত তাঁকে আগের মতোই খেলতে দেখা যাবে।
উল্লেখ্য, এই প্রথম নয়। গত বছরও একই সমস্যায় ভুগেছিলেন সূর্যকুমার (Suryakumar)। সেবারও জার্মানিতেই অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। তারপর দ্রুত ফিরে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন। তাই এবারও তাঁর দ্রুত ফিরে আসার বিষয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।রোহিত শর্মা (Rohit Sharma) টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) ভারতের এই ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যদি রোহিত ওয়ান ডে ফরম্যাট থেকেও সরে দাঁড়ান, সেক্ষেত্রে সূর্যকেই সাদা বলের পূর্ণাঙ্গ নেতা করা হতে পারে বলে বিসিসিআই (BCCI) সূত্রে খবর। তাই তাঁর ফিটনেস ফিরে পাওয়া দল ও বোর্ডের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তিনি? জানা যাচ্ছে, অন্তত দু’মাসের জন্য ক্রিকেট থেকে দূরে থাকতে হবে সূর্যকুমারকে। অর্থাৎ, ভারত ও ইংল্যান্ডের আসন্ন ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে না তাঁকে। এই সিরিজে তিনটি করে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। তবে সেই সময়টা কাটিয়ে ওঠার পরেই তাঁকে দলে ফেরানো হতে পারে বলে শোনা যাচ্ছে বোর্ড সূত্রে। মাঠের বাইরে থাকলেও নিজের মনোবল হারাচ্ছেন না সূর্য। তাঁর পোস্টে স্পষ্ট, যত দ্রুত সম্ভব তিনি জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ফিরতে চান। ভক্তরা যেমন দিন গুনছেন তাঁর ব্যাটিং দেখার জন্য, তেমনই কোচিং স্টাফ ও নির্বাচকরাও চায়, বিশ্বমানের এই ফিনিশার দ্রুত দলে যোগ দিন। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি, এবং সেই লড়াইয়ে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) মতো মারকাটারি ব্যাটারের থাকা যে কতটা প্রয়োজনীয়, তা বলাই বাহুল্য।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Jasprit Bumrah | বুমরাহর বিশ্রামেই কঠিন হয়ে উঠছে ভারতের দ্বিতীয় টেস্টের লড়াই
