Sasraya News

Suriyakumar Yadav : সূর্যকুমারকে ছাড়াই প্রথম ম্যাচে খেলতে হবে মুম্বাই ইন্ডিয়ানসকে

Listen

সাশ্রয় নিউজ ★ মুম্বাই : ক্রিকেট বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার অনিশ্চিত আইপিএল। মঙ্গলবার সূর্যকুমার যাদবের (Suriyakumar Yadav) ফিটনেস টেস্ট নেয় এনসিএ। কিন্তু সূর্যের ফিটনেসে অসন্তুষ্ট তাঁরা। এই খবরে মন ভাঙল হার্দিক পাণ্ডিয়ার মুম্বাইয়ের। সূর্যকুমারকে ছাড়াই আইপিএল (IPL) অভিযান শুরু করতে হবে হার্দিকদের। তাঁকে দলে পাওয়ার আশায় ছিল মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় টি-২০ সিরিজে দলকে নেতৃত্ব দেন সূর্য। তারপরই তিনি দল থেকে চোটের জন্য ছিটকে যান। ২৪ মার্চ গুজরাট টাইটান্সের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ। ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : KL Rahul : আইপিএল-এ খেলার জন্য প্রস্তত রাহুল

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read