Sasraya News

Saturday, February 8, 2025

Sunil Gavaskar – Anshuman Gaekwad : বন্ধুর প্রয়াণে ভারাক্রান্ত গাওস্কার

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বন্ধু যে আর এ পৃথিবীতে নেই, বিশ্বাস করতে পারছেন না সুনীল গাওস্কার (Sunil Gavaskar – Anshuman Gaekwad)। গত বুধবার প্রয়াত হয়েছেন, প্রাক্তন ক্রিকেটার ও প্রাক্তন ক্রিকেট কোচ অংশুমান গায়কোয়াড় (Anshuman Gaekwad)। তিনি দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন ক্যানসারের সঙ্গে। সেই লড়াই থেমে যায় গতকাল বুধবার।

 

অংশুমান গায়কোয়াড়। -ফাইল চিত্র 

 

 

স্বাভাবিকভাবেই বন্ধুর প্রয়াণে ভারাক্রান্ত প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর। অংশুমান গায়কোয়াড় সম্পর্কে গাওস্কর মন্তব্য করেন, ”ভারতের হয়ে খেলা তিন সাহসী খেলোয়াড়ের মধ্যে অন্যতম ছিল গায়কোয়াড়।” গাওস্কর বলেন, “মন খারাপ করে দেওয়ার মতো খবর। চার্লি দেখিয়ে দিল, বিনা লড়াইয়ে সে জীবনের উইকেটও ছুড়ে দেবে না। শেষ পর্যন্ত লড়াই করে গেল। ওর আত্মার শান্তি কামনা করি।” সেই সঙ্গে স্মৃতিচারণ ফুটে ওঠে প্রাক্তন ক্রীড়াবিদ প্রসঙ্গে আ’রেক প্রাক্তন ক্রীড়াবিদের। বন্ধুর প্রয়াণে আবেগপ্রবণ গাওস্কর, “ভারতীয় ক্রিকেটের তিন সাহসী ক্রিকেটার একনাথ সোলকার, মোহিন্দর অমরনাথ এবং অংশুমান গায়কোয়াড়ের সঙ্গে খেলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমরা নরি কনট্র্যাক্টরের সাহসের কথা শুনেছি। কীভাবে তিনি ভাঙা পাঁজর নিয়ে লর্ডসে ৮১ রান করেছিলেন।” তাঁর স্মৃতিকথা প্রসঙ্গে আসে তিন ক্রিকেটারের কথাও। গাওস্কর মনে করিয়ে দেন, “উদীয়মান ক্রিকেটারদের সেই ঘটনা অনুপ্রেরণা দেয়। কীভাবে দেশের হয়ে সর্বস্ব দিয়ে লড়তে হয়, সেটাই এক্কি (একনাথ), জিমি (মোহিন্দর) এবং চার্লি (অংশুমান) দেশের হয়ে খেলার সময় করেছিলেন।”

প্রসঙ্গত, লন্ডন থেকে চিকিৎসা করে ফিরে ছিলেন অংশুমান গায়কোয়াড। ছিলেন নিজ শহর বরোদাতে। চিকিৎসার গতি নিয়ে আসতে একদা সতীর্থ সুনীল গাওস্কর, কপিল দেবরা অসুস্থ গায়কোয়াড়ের পাশে দাঁড়িয়েছিলেন। অংশুমান গায়কোয়াড়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিসিসিআই প্রেসিডেন্ট জয় শাহ, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে।

ছবি : সংগৃহীত 

আরও খবর : 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment