



সাশ্রয় নিউজ ★ ন্যাজট : একদিকে যখন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar ) ও শুভেন্দু অধিকারীরা উত্তর চব্বিশ পরগণার ন্যাজটে সভা করছেন, তখন ব্রিগেডের সভা চলছে তৃণমূল কংগ্রেসের। সেই সভায় তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতৃত্বরা। অন্যদিকে, ন্যাজটের সভা মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গর্জন তোলেন, ‘খেলা হল বিহারে, ভাইপো যাবে বিহারে।’ সন্দেশখালির মানুষের ওপর তৃণমূল কংগ্রেসের অত্যাচারের প্রতিবাদে এদিনও মুখর সুকান্ত। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেন, ‘মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও তাঁর রাজ্যে নিরাপদ নন। সন্দেশখালির ঘটনা বাংলার লজ্জা।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে সুকান্ত এদিন বলেন, ‘ভাইপোকে বলছি,… আগামীর রায় চোর ভাইপোর বিদায়’। বিজেপির রাজ্য সভাপতির কথায়, ‘তৃণমূল মাইক বাজাত, খেলা হবে। এখন আর বাজাচ্ছে? খেলা হল বিহারে, ভাইপো যাবে তিহাড়ে। ভাইপোর এবার সময় আসছে।’ এদিনের সভা থেকে সন্দেশখালিকাণ্ডে অভিযুক্তদের শাস্তি দাবি করেন সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব। ছবি : সংগৃহীত
আরও খবর : Arjun Singh : লোকসভায় টিকিট না পেয়ে ক্ষুদ্ধ অর্জুন, ফের দল বদল করবেন!
