Sasraya News

SUCI : ঔষধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ এস ইউ সি আই-এর

Listen

ঔষধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ এস ইউ সি আই-এর

সাশ্রয় নিউজ ★ কোচ বিহার : দেশে সম্প্রতি ৯০০ টি ঔষধের মূল্যবৃদ্ধির হয়েছে। ঔষধগুলির পাইকারি বাজারে দশ থেকে কুড়ি শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে। এই মূল্যবৃদ্ধির সম্পর্কে এস ইউ সি আই নেতৃত্ব বলেন, কেবল মাত্র ঔষধ কোম্পানিগুলির স্বার্থের কথা ভেবে সরকার মূল্যবৃদ্ধি করেছে। যার ভার বইতে হবে দেশের আমজনতাকে। উল্লেখ যে, কোচ বিহার শহরে একটি কালা সার্কুলার পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। এস ইউ সি আই নেতৃত্ব জানান, আগামী দিনে সারা দেশ ব্যাপী এর প্রতিবাদে আন্দোলন অব্যাহত থাকবে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read