Sasraya News

Saturday, February 8, 2025

Subhashree-Raj : মেয়ের ছবি সামনে আনলেন শুভশ্রী

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : মেয়ের রিল সামনে আনলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree)। তিনি গত বছর ৩০ নভেম্বর দ্বিতীয়বার মা হয়েছেন। প্রায় সাড়ে তিন মাস পরে মেয়ে ইয়ালিনীকে (Yaalini) সকলের সামনে আনলেন শুভশ্রী।

রবিবার ইন্সটাগ্রামে (Instagram) পোস্ট করেন মেয়ের ছোট্ট রিল। উল্লেখ্য, গত বছর ৩০ নভেম্বর শুভশ্রী দ্বিতীয়বার মা হওয়ার পরে সে খবর সকলের সঙ্গে ভাগ করে নেন তাঁর স্বামী পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)। তিনি জানান, তাঁরা দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন।

এবং তাঁদের ছেলে ইউভান দাদা হয়েছে।  রবিবার শুভশ্রী (Subhashree Ganguly ) সোশ্যাল মিডিয়া স্টোরিতে যে রিল শেয়ার করেন তাতে মুখায়ব দেখা যায়নি। তবে যে রিলের অংশ দেখে বোঝা যায়, ইয়ালিনি এই ক’মাসে বসতে পারে। এমনকী সুন্দর মাথার চুলের ঝুঁটি রয়েছে ইয়ালিনীর (Yaalini)। তাঁর ঝলক দেখে খুশি তাঁদের অনুরাগীরাও। ছবি : সংগৃহীত 

আরও খবর : Murshidabad : বাথরুমের চেম্বার থেকে যুবকের দেহ উদ্ধার

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment