Sasraya News

Thursday, March 13, 2025

Stree 2 Movie : মুক্তির দিনই ‘স্ত্রী ২’ এর ব্যবসা ৬০ কোটি

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : স্বাধীনতা দিবসে মুক্তি পায় ‘স্ত্রী ২’ (Stree 2) ছবিটি। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরকে ছবিটির মুখ্য চরিত্রে দেখা যায়। মুক্তির দিনই বড় অঙ্কের ব্যবসা করেছে। সূত্রের খবর যে, প্রথম দিনেই ছবিটি ৬০ কোটি টাকার ব্যবসা করে। ছবিটিতে বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা, তামান্না ভাটিয়া প্রমুখ। ‘স্ত্রী ২’ নির্মাতারা মনে করছেন, সপ্তাহ শেষে ছবিটি আরও ভাল ব্যবসা করবে। অন্যদিকে স্বাধীনতা দিবসে ‘স্ত্রী২’ ছাড়াও মুক্তি পায় ‘থাঙ্গালান’ ‘বেদা’ ও ‘খেল খেল মে’ ছবিগুলি।

ছবি : আন্তর্জালিক 

আরও খবর : Poet Manaskumar Chini Passed Away : প্রয়াত কবি মানসকুমার চিনি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment