Sasraya News

Friday, March 28, 2025

SSKM Hospital : SSKM হাসপাতালে ডিউটিতে মত্ত পুলিশ কনস্টেবল

Listen

SSKM হাসপাতালে ডিউটিতে মত্ত পুলিশ কনস্টেবল 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : মত্ত অবস্থায় ডিউটি ও রুগীর পরিবারের লোকজনদের ওপর গালিগালাজ ও মারধরের অভিযোগ একজন কর্তব্যরত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। হাসপাতাল সূত্রে খবর, ওই পুলিশ কনস্টেবল এস এস কে এম হাসপাতালের ট্রমা কেয়ারের বাইরে ডিউটি করছিলেন মঙ্গলবার রাত্রিবেলা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ওইদিন রাতেই রুগীর পরিবারের লোকেদের উজ্জ্বল সিংহ নামে ওই কনস্টেবল মারধর ও গালিগালাজ করেন। রুগীর পরিবারের লোকজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একজন রুগীর পরিবারের লোক ভবানীপুর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ তাঁকে ক্লোজ করেন বলে উল্লেখ।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment