



প্রসূতিকে মারধর ক্যানিংয়ে
সাশ্রয় নিউজ ★ দক্ষিণ চব্বিশ পরগণা : বাচ্চাদের মধ্যে বচসাকে কেন্দ্র করে বচসা ক্যানিয়ে। বিদ্যাধরী কলোনীর সাহাপাড়ায়। সেই বচসাকে কেন্দ্র করে ঝামেলা বাঁধে। দুই পরিবারের ঝামেলা হাতাহাতিতে পৌঁছয়। প্রতিমা শর্মা নামে এক প্রসূতিকেও ঘটনায় মারধরের অভিযোগ। চারজন আহত হন ঘটনায়। আহতদের ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার আহতরা ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন বলে উল্লেখ। ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ।
