SLST Job Agitation : এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলন ৯৫৬ দিনে পদার্পণ

SHARE:

এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলন ৯৫৬ দিনে পদার্পণ

সাশ্রয় নিউজ ★ কলকাতা : এসএলএসটি চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে তাঁদের আন্দোলন অব্যাহত রেখেছেন। তাঁদের বক্তব্য, পুজো কার্নিভাল হচ্ছে, হোক। কিন্তু চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার জন্যও হোক একটি কার্নিভাল। উল্লেখ্য, এদিন, এসএলএসটি চাকরিপ্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে মহামিছিল করেন। শিয়ালদহ থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিলে অংশ নেন বিগত ৯৫৬ দিন থেকে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন