



সাশ্রয় নিউজ ★ মুম্বাই : ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী (Sidharth-Kiara)। তবে বিয়ের পরেই ব্যস্ত হয়ে পড়েন বলিপাড়ার তারকা জুটি। হানিমুন হয়নি। এবং তার প্ল্যানও ছিল না বলে জানা যায়। সূত্রের খবর, কাজের চাপেই হানিমুনে যাননি সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের পরেই ফিরেছিলেন সেটে। তবে তাঁরা বিয়ের প্রথম বছর সেলিব্রেশনে খামতি রাখেননি। পাড়ি দিলেন যুগলে। ধরা দিলেন, বিমান বন্দরে। সাধারণ পোশাকে পাপারাৎজিদের ক্যামেরা বন্দী হলেন সিদ্ধার্থ কিয়ারা। কোথায় গেলেন? এখনও খবর নেই! তবে ব্যক্তিগত জীবন সামাজিক মাধ্যম থেকে দূরেই রাখেন তাঁরা। ট্রিপের ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য তাঁরা দেন কিনা সেদিকেই চোখ তাঁদের অনুরাগীদের।
-সংগৃহীত ছবি
আরও খবর : Sonam Wangchuk : পূর্ণ রাজ্যের দাবিতে অনশনে বসবেন সোনম ওয়াংচুক
