Sasraya News

Saturday, February 15, 2025

Shubman Gill : শ্রীলঙ্কা সিরিজে ছন্দহীনতায় শুভমন, টিপস নিলেন রোহিত-কোহলির

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের একদিনের সিরিজে রান নেই শুভমন গিল -এর (Shubman Gill) ব্যাটে। এখন পর্যন্ত ০-১ তে এগিয়ে গিয়েছে শ্রীলঙ্কা। এখন রোহিতদের লক্ষ্য সিরিজ ড্র করা (IND vs SL ODI Series)। মরিয়া হয়েই পরের ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেটাররা।

 

শুভমন গিল ও রোহিত শর্মা। ছবি সংগৃহীত

 

তবে দলে ছন্দে রয়েছেন ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিতের চমৎকার ব্যাটিং যখন সকলের দৃষ্টি কাড়ছে তখন শুভমন গিলের ব্যাটে রানের খরা। টি-২০ ম্যাচের প্রথম ম্যাচে শুভমনের ব্যাট থেকে আসে ৩৪ রান। তৃতীয় টি ২০ ম্যাচে শুভমনের রান ৩৯। খেলেছেন ৩৭ বল। প্রথম ওয়ানডে ম্যাচে তরুণ ওপেনারের ব্যাট থেকে দলের স্কোর বোর্ডে যোগ হয় মাত্র ১৬ রান। স্ট্রাইক রেট ৫০-এরও কম। খেলেছিলেন ৩৫ বল। দ্বিতীয় ওয়ানডেতে ৩৫ রান। খেলেছেন ৪৪ বল।

এই নিয়ে চিন্তিত শুভমনও বলে সূত্রের খবর। তিনি দলের সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) পরামর্শ নিয়েছেন। এই মুহূর্তে গিলের লক্ষ্য দ্রুত রানে ফেরা। এর জন্য তিনি নেটেও প্রচুর সময় ব্যয় করছেন বলেই উল্লেখ।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : KKR IPL : পরবর্তী IPL -এ কোন কোন ক্রিকেটারদের ধরে রাখবে KKR

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment