Sasraya News

Thursday, February 13, 2025

ShivRatri 2024 : ব্রজধামে সাড়ম্বরে সম্পন্ন হল মহা শিবরাত্রির পুজো

Listen

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : ব্রজধাম-এর মহা শিবরাত্রি (ShivRatri 2024) উদযাপন খুব ধুমধামের সঙ্গে সম্পন্ন হল। ব্রজধামে এ বছর বাণলিঙ্গ নর্মদেশ্বরের আরাধনার জন্য অনেক ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা বহরমপুরে প্রথম বাণলিঙ্গকে স্নান করানোর পরে আবেগে ও ভাবে আপ্লুত হতে দেখা যায় বলে উল্লেখ। চার প্রহরে (প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা ঈশানকে স্নান, দ্বিতীয় প্রহরে দধি দ্বারা অঘোর কে স্নান, তৃতীয় প্রহরে বামদেবকে ঘৃত দ্বারা স্নান এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা সদ্যজাতকে স্নান) ভক্তরা ভক্তিসহ বাবাকে স্নান করান। প্রসঙ্গত, এবারে ব্রজধামের মহা শিবরাত্রি উদযাপনকে কেন্দ্র করে স্থানীয় মানুষদেরও উদ্দীপনা দেখা যায়।

আরও খবর : Rinku Singh : রিঙ্কু সিং-এর ভেতর ভবিষ্যৎ দেখছে বোর্ড : সূত্র

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment