



সাশ্রয় নিউজ ডেস্ক ★ বহরমপুর : শিক্ষারত্ন পুরস্কার (Shiksha Ratna Award) ফেরানোর কথা জানালেন এক প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ২০১৬ সালে রাজ্য সরকার মুর্শিদাবাদ জেলার শিক্ষক গোলাম মোস্তফা সরকারকে শিক্ষারত্ন পুরস্কার দেন। তিনি হরিহরপাড়া হাজি আলমবক্স সিনিয়র মাদ্রাসার প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। প্রাক্তন শিক্ষক আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় এই পুরস্কার ফেরতের সিদ্ধান্ত নেন বলে উল্লেখ। শুধু তা-ই নয়, প্রাক্তন শিক্ষক গোলাম মোস্তফা সরকার তাঁর সিদ্ধান্তের কথা মুর্শিদাবাদ জেলার জেলা শাসক ও স্কুল শিক্ষা দফতরে ই-মেল করে জানান বলে সূত্রের খবর। ওই শিক্ষকের কথায়, ‘‘আমি হালকা হতে চাইছি। আমাদের মেয়ের মতো ওই মহিলা ডাক্তার। ওঁকে ধর্ষণ, খুন করার প্রতিবাদে আমার এই পদক্ষেপ।’’ তিনি আরও বলেন, ‘‘আরও বৃহত্তর পদক্ষেপ গ্রহণ করার জায়গা ছিল। নিষ্ক্রিয়তার প্রতিবাদে এই পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গোটা বিষয়টি সংশ্লিষ্ট দফতরকে জানিয়ে দিয়েছি।’’ প্রসঙ্গত, রাজ্যে অভয়া কাণ্ডের প্রেক্ষিতে ইতিমধ্যে রাজ্য সরকারের প্রদান করা পুরস্কার ফেরৎ দিয়েছেন, আলিপুর দুয়ারের শিক্ষক ও সাহিত্যিক পরিমল দে, উত্তর চব্বিশ পরগণার শিক্ষক দীপক মজুমদার, পূর্ব মেদিনীপুর-এর কাঁথি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক অরূপকুমার দাস। বর্তমানে অরূপ বাবু কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক। এছাড়াও রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ থেকে অব্যহতি নিয়েছেন শিল্পী সনাতন দিন্দা। এবার মুর্শিদাবাদ জেলার প্রাক্তন শিক্ষক গোলাম মোস্তফা সরকার তাঁকে দেওয়া রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কার, একই সঙ্গে স্মারক ও অর্থ (পঁচিশ হাজার টাকা) ফেরৎ দেওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে উল্লেখ।
ছবি : সংগৃহীত
