



সাশ্রয় নিউজ ★ কলকাতা : সন্দেশখালিকাণ্ডে ধৃত শেখ শাহজাহানকে (Sheikh Sahjahan) মঙ্গলবার জেরা করে ইডি আধিকারিকরা। আদালত ১৩ এপ্রিল পর্যন্ত তাঁকে ইডি (ED) হেফাজতের নির্দেশ দেয়। এরপরেই মঙ্গলবার সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুতে গ্রেফতার শেখ শাহজাহানকে সকাল থেকে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) জেরা করা হয় বলে সূত্রের খবর। ইডির অভিযোগ, মাছের ভেড়ির ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করতেন শাহজাহান। শুধু তাই না, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করে যে, এখনও পর্যন্ত ৩১ কোটি টাকারও বেশি বেআইনি লেনদেনের হদিস পাওয়া যায়। বাজেয়াপ্ত হয় ওই মুল্যের সম্পত্তিও। এছাড়াও আরও একাধিক বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। -ফাইল চিত্র
আরও পড়ুন : SFI Membership : রেকর্ড সংখ্যক মেম্বারশিপ এসএফআই-এর
