Sasraya News

Friday, March 14, 2025

Shahrukh Khan : হানিমুনে কোথায় গিয়েছিলেন শাহরুখ-গৌরী? শুনলে আপনিও চমকে উঠবেন

Listen

হানিমুনে কোথায় গিয়েছিলেন শাহরুখ-গৌরী? শুনলে আপনিও চমকে উঠবেন

সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : হানিমুনে কোথায় গিয়েছিলেন শাহরুখ-গৌরী? শুনলে আপনিও চমকে উঠবেন একথা হলফ করে বলা যায়। বলিউডের কিং খানের সাফল্যের কথা তো সকলের জানা। তাঁকে হেসে খেলে বলিউড জায়গা ছাড়েনি সেকথাও সিনেমা-আগ্রহীরা জানেন। আসলে বলিউডে কিং খান হয়ে উঠতে শাহরুখকে হাড়ভাঙা খাটুনি খাটতে হয়েছে। এমনকী তৎকালীন অনেক পরিচালকও শাহরুখকে খুব সুদৃষ্টিতে দেখেননি। তবে হাল ছেড়ে দেননি। সিনেমার মাটি কামড়ে পড়ে থেকেছেন বলিপাড়ায়।

শাহরুখ খান ও গৌরী খান। -ফাইল ছবি

 

কিন্তু তাঁর ও গৌরী খান-এর বিয়ে নিয়েও মিডিয়া অনেক গসিপ ছেপেছে। সেদিকে কী ফিরে দেখার সময় ছিল আপাত জেদি যুবকটির। কারণ তিনি তখন সদ্য বিয়ে করেছেন গৌরীকে।

শাহরুখ ও গৌরী দার্জিলিঙে হানিমুনে। -ফাইল চিত্র

 

একটি শো-এ শাহরুখ বলেন, আমি যখন গৌরীকে বিয়ে করি তখন আমি খুব গরিব ছিলাম। গোরী মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করত। তো বিয়ের আগে আমি গৌরীকে প্যারিস সহ বিভিন্ন দেশে হানিমুনের যাওয়ার কথা বললেও তখন হয়ে ওঠেনি। তার বেশ অনেক বছর পর আমার দার্জিলিং-এ একটি ছবির শ্যুটিং করতে যাওয়ার প্ল্যান হয়। তখনই আমার গৌরীকে দার্জিলিং নিয়ে যাওয়ার কথা মাথায় আছে। সেহেতু দার্জিলিঙেই আমাদের হানিমুন হয়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment