



বৈষ্ণোদেবী মন্দিরে শাহরুখ, বড় দিনে আসছে ‘ডাঙ্কি’
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বৈষ্ণোদেবী মন্দিরে (Vaishno Devi Temple) এর আগেও দেখা গিয়েছে কিং খানকে (Shah Rukh Khan) গত ১১ মাসে ৩ বার বৈষ্ণোদেবী মন্দিরে গেলেন শাহরুখ। প্রসঙ্গত উল্লেখ্য যে, আর মাত্র ক’য়েক দিনের অপেক্ষা, তারপরেই আসছে শাহরুখ-এর (Shah Rukh Khan) নতুন ছবি ‘ডাঙ্কি ‘ (Dunky) ছবিটির পরিচালক রাজকুমার হিরানী (Director Rajkumar Hirani) ‘পাঠান ‘ (Pathan) ও ‘জওয়ান’ (Jawan) -এর অভূতপূর্ব সাফল্যের পরে শাহরুখ অভিনীত এই ছবিটি নিয়ে দর্শকদের ভেতর আগ্রহ তৈরি হয়েছে।
আরও পড়ুন : Bipasha Basu : মালদ্বীপে মেয়ের জন্মদিন পালন করলেন বিপাশা
তেমনি অভিনেতা নিজেও ব্যস্ত ‘ডাঙ্কি’-এর প্রচার সহ খুঁটিনাটি নিয়ে। সূত্রের খবর, মাতা বৈষ্ণোদেবী-এর (Mata Vaishno Devi Temple) মন্দিরে শাহরুখ দেবীর আশীর্বাদ নিতেই গিয়েছিলেন বলে উল্লেখ। পাশাপাশি, এই মন্দিরে ভক্তরা তাঁদের মনস্কামনা নিয়েও যান বলে জনসমাজে লোকপ্রচার আছে।
-ফাইল চিত্র
