Sasraya News

Sexuality : সাফল্যের পথে কামনার কাঁটা: যৌন উত্তেজনা নিয়ন্ত্রণই আসল শক্তি

Listen

পূর্বা মুখোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ : যুগ পাল্টেছে। প্রযুক্তি এগিয়েছে। পুরুষের জীবনেও এসেছে নানা নতুন চাহিদা ও সুবিধা। কিন্তু একটা প্রশ্ন আজও অমীমাংসিত।কেন অনেক প্রতিভাবান পুরুষ শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে পড়ে থাকেন? উত্তরের গভীরে গেলে বারবারই উঠে আসে একটি নাম, যৌনতা (Sexuality)। শুধু প্রাকৃতিক চাহিদা হিসেবে নয়, একটি ভয়াবহ আসক্তিতে পুরুষের মনোযোগ, উদ্যম, ও ভবিষ্যৎকে গ্রাস করছে এই ‘সস্তা আনন্দ’। এইসময় দাঁড়িয়ে এটা বলা একদমই বাড়াবাড়ি নয় যে, আধুনিক পুরুষদের সবচেয়ে বড় শত্রু তাঁদের নিজের ভোগের ইচ্ছা। অনেকেই লক্ষ্য ঠিক করেন, পরিকল্পনা করেন, কিন্তু সেই পরিকল্পনার বাস্তবায়নে গিয়ে হোঁচট খান, নিজের কামনার কাছে হার মানেন। একসময়কার ইতিহাসের মহান পুরুষদের দিকে তাকালে দেখা যায়, তাঁরা নিজেদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে জানতেন। আলেকজান্ডার দ্য গ্রেট (Alexander the Great) মাত্র ৩০ বছর বয়সে অর্ধেক পৃথিবী জয় করেছিলেন।নারীর মোহ তাকে থামাতে পারেনি। মোহাম্মদ আলী (Muhammad Ali) তাঁর প্রতিটি গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে যৌনতা থেকে বিরত থাকতেন। কারণ তিনি জানতেন, জয়ের জন্য প্রয়োজন মানসিক ও শারীরিক নিয়ন্ত্রণ। এমনকী প্রযুক্তি দুনিয়ার বিখ্যাত উদ্ভাবক ইলন মাস্ক (Elon Musk) প্রতিদিন ১৬ ঘণ্টা কাজ করেনন। সময় নষ্ট করেন না নারী মনোযোগে। তবে এখনকার-বাস্তব একেবারে ভিন্ন। প্রতিদিন হাজার হাজার তরুণ ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করছেন পর্ণ দেখায়, মাস্টারবেশনে, কিংবা সামাজিক মাধ্যমে নারীদের ছবি স্ক্রল করে। তাঁদের অনেকেই বিশ্বাস পোষণ করে যে, এসব “স্বাভাবিক”, কিন্তু ধীরে ধীরে এই অভ্যাসগুলি নিঃশেষ করে দিচ্ছে তাঁদের উদ্যম, লক্ষ্য, ও মানসিক স্থিরতা।

Read : Singer Arijit Singh : অরিজিৎ সিং : জিয়াগঞ্জ থেকে বিশ্বমঞ্চে সুরের যাদুকর

বিশেষজ্ঞদের মতে, প্রতি “রিলিজ”-এ পুরুষের শরীর থেকে বের করে দিচ্ছে মূল্যবান টেস্টোস্টেরন (Testosterone)। যা সাফল্য ও শক্তির মূল উৎস। শুধু তাই নয়, এতে আত্মবিশ্বাস, একাগ্রতা ও নেতৃ দেওয়ার ক্ষমতাও কমে যায়। দীর্ঘমেয়াদে এর ফল হয়: ক্লান্তি, হতাশা, আর্থিক দুশ্চিন্তা ও জীবনের প্রতি উদাসীনতা। শুধু তা-ই নয়, ইতিহাসেও আমরা বারবার দেখেছি, যৌন দুর্বলতাই হয়ে উঠেছে অনেক শক্তিশালী পুরুষের পতনের কারণ। শিমশোন (Samson) তাঁর অলৌকিক শক্তি হারান ডেলিলা (Delilah)-র সঙ্গে সম্পর্কের কারণে। সলোমন (Solomon) ছিলেন জ্ঞানী, কিন্তু বহু নারীর মোহ তাকে ধ্বংস করেছিল। আধুনিক যুগেও একই চিত্র। টাইগার উডস (Tiger Woods) হারিয়েছেন কোটি কোটি ডলারের স্পনসরশিপ। বিল ক্লিনটন (Bill Clinton)-এর কেরিয়ারে চেপে বসেছিল যৌন কেলেঙ্কারির কালো ছায়া। বিষয়টা কিন্তু এখানেই থেমে থাকে না। নারীরাও এমন পুরুষকে শ্রদ্ধা করে না, যারা নিজের ইচ্ছা নিয়ন্ত্রণে ব্যর্থ। এবং তাঁরা আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি, যাঁদের আছে লক্ষ্য, আত্মসংযম, ও একটা বড় উদ্দেশ্য। এমন পুরুষদের পেছনে নারীরা নিজেরাই ছুটে আসে।

Also read : SRK | Love Story of Shah Rukh Khan and Gouri Khan : শাহরুখ-গৌরীর প্রেম এক আশ্চর্য রূপকথা

মনে রাখা দরকার, যৌনতা খারাপ কিছু নয়। তবে এর উপর নিয়ন্ত্রণ না থাকলে তা হয়ে ওঠে ধ্বংসাত্মক। পর্ণগ্রাফি ধ্বংস করে মস্তিষ্কের ডোপামিন ভারসাম্য, মাস্টারবেশন খেয়ে ফেলে পুরুষের উদ্যম, আর ক্যাজুয়াল সেক্স ভেঙে দেয় জীবনের শৃঙ্খলা। এই ধরণের ভোগ-আসক্তি একদিকে যেমন দেহকে দুর্বল করে, অন্যদিকে ধ্বংস করে ভবিষ্যতের সম্ভাবনা।তবে আশার কথা হল, পরিবর্তন সম্ভব। শুরুটা করতে হবে নিজের থেকেই। এক সপ্তাহ নিজেকে পরীক্ষা করুন: যৌনতা থেকে দূরে থাকুন, নারীদের চিন্তা থেকে নিজেকে সরিয়ে কাজের প্রতি মনোনিবেশ করুন। দেখবেন, কীভাবে আপনি ধীরে ধীরে মনোযোগী, শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। শেষ কথা একটাই, পুরুষ হয়ে জন্মানোই যথেষ্ট নয়, সত্যিকারের শক্তিশালী হতে হলে নিজের প্রবৃত্তিকে জয় করতে শিখতে হবে। যে পুরুষ নিজের ভোগকে নিয়ন্ত্রণ করতে পারে, তাঁর পক্ষে সম্ভব নিজেকে গড়ে তোলা। এবং এই পৃথিবীকেও জয় করা। আর যারা ভোগের পেছনে ছোটে, তারা একদিন নিজেদেরই হারিয়ে ফেলে স্বপ্ন, সাফল্য ও সম্ভাবনার সব দরজা বন্ধ হয়ে যায় তাঁদের জন্য। মনে রাখবেন, আপনি যদি সত্যিই সফল হতে চান আজ থেকেই শুরু করুন আত্মনিয়ন্ত্রণের চর্চা। কারণ নিয়ন্ত্রণই পরিশেষ ক্ষমতা।

ছবি : প্রতীকী 
আরও পড়ুন : Princess Diana and John Travolta : প্রিন্সেস ডায়ানা ও জন ট্রাভোল্টার নীরব একটি অধ্যায় : হোয়াইট হাউসের সেই রাত

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read