



ধর্ষণের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে
সাশ্রয় নিউজ ★ রাজগঞ্জ : এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে রাজগঞ্জ-এর ভোরের আলো থানার টাকিমারি চরে। বৃদ্ধের নাম কার্তিক রায়। বয়স বছর পয়ষট্টি। নির্যাতিতা ১২ বছরের নাবালিকা। রবিবার সকালবেলা খাবারের লোভ দেখিয়ে ওই নাবালিকাকে খড়ের গাদার দিকে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার করেন বলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। নির্যাতিতার দাদু জানান, ধর্ষণের সময় তাঁর নাতনি চিৎকার করে। চিৎকার শুনে ছুটে আসেন ক’য়েকজন প্রতিবেশী। হাতেনাতে ধরে ওই ব্যক্তির হাত থেকে রক্ষা করেন। নাবালিকার দাদুর আরও অভিযোগ, তাঁর নাতনিকে আগেও একবার কার্তিক খাবারের লোভ দেখিয়ে মাঠে নিয়ে যায়। কিন্তু ওই সময় ক’য়েক মানুষ মাঠের দিকে আসেন। ঘটনায় দোষীর যথাযথ শাস্তির দাবি জানিয়ে ভোরের আলো থানার সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকেরা। দোষীর উপযুক্ত শাস্তি দাবি করেছেন নির্যাতিতার দাদু।
ছবি : প্রতীকী
👉আরও পড়ুন : West Bengal Winter : চলবে শীতের ব্যাটিং, বৃষ্টির সম্ভবনা পাঁচ জেলায়
