Sasraya News

Thursday, March 13, 2025

Sayani Datta Wedding : বিয়ে সারলেন সায়নী দত্ত

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সায়নী দত্ত (Sayani Datta)। ১৫ ডিসেম্বর গুরবিন্দরজিৎ সমরা (Gurbindarjit Samra)-এর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী।

সূত্রের খবর, সায়নীর (Sayani Datta) বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবরা। তিনি পাঞ্জাবি মte গুরুদ্বারে (Grudwar) বিয়ে করেন বলে জানা যায়। টলিউড অভিনেতা আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) দম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বলে উল্লেখ। আগামীকাল ১৬ ডিসেম্বর সায়নী (Sayani) ও গুরুবিন্দরজিৎ (Gurubindarjit) চণ্ডীগড় যাবেন। ১৯ তারিখও তাঁদের রিসেপশন বলে জানা যায়।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Jalpaiguri : দলিত বিধবাকে গণধর্ষণের অভিযোগ জলপাইগুড়িতে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment