Sasraya News

Friday, March 28, 2025

Sayani Das : দেশের মুখ উজ্জ্বল করলেন বাংলার জলকন্যা সায়নী

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : দেশের মুখ উজ্জ্বল করলেন সায়নী (Sayani Das)। তিনি মঙ্গলবার  নিউজিল্যান্ডের কুক স্ট্রেইল চ্যানেল জয় করলেন। কালনার সায়নী দাস সোমবার ভারতীয় সময় রাত বারোটা নাগাদ নিউজিল্যান্ডের কুক স্ট্রেইল চ্যানেলে সাঁতার শুরু করেন। ১১ ঘন্টা ৫১ মিনিট সাঁতার কেটে মঙ্গলবার ২৯.৫ কিমি সাঁতার শেষ করেন। এর আগে কালনার জলকন্যা অস্ট্রেলিয়ার রটনেস্ট পাড়ি দেন ২০১৭ সালে, এর পরে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয়ের মুকুট পান ২০১৯ সালে। ৪৪ কিমি দীর্ঘ মলোনাই চ্যানেল (হাওয়াই দ্বীপপুঞ্জ) জয় করেছিলেন ২০১৯ সালে। চলতি বছরের জুলাই মাসে আয়ারল্যান্ড-এর নর্থ চ্যানেল পাড়ি দেবেন কালনার জলকন্যা সায়নী দাস। ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Cristiano Ronaldo : সৌদি প্রো লিগে ফর্মে ক্রিস্টিয়ানো রোনালদো

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment