



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আরজি কর নিয়ে মন্তব্য করায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পদ খোয়ালেন শান্তনু সেন (Santanu Sen)? প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের আরেক মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের কথায়, “গত কয়েকদিনে মিডিয়ার সামনে উনি যে বক্তব্য তুলে ধরেছিলেন সেই বক্তব্য ওনার নিজের। দল সমর্থন করে না।” জয়প্রকাশ মজুমদার আরও বলেন, “তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্রদের তালিকা রয়েছে সেখান থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা বেশ কয়েকদিন আগেই করা হয়েছে। আরজি করের যে ঘটনা চলছে, সেটা শুরু হওয়ার পরপরই তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা আপনাদের গতকালই মুখ্যমন্ত্রী বেহালার মিটিং থেকে জানিয়েছেন অনেকটাই। কিন্তু আজ আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে এটা স্পষ্ট করে দেওয়ার জন্য।” কী বলেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ? তাঁর কথায়, “আমি আরজি করের প্রাক্তনী। আমার মেয়ে সেখানে পড়ে। আরজি করে মেডিক্যাল এডুকেশন গত কয়েক বছরে রসাতলে গিয়েছে। কয়েক জনকে খুশি করতে পারলে প্রশ্ন জানা যায়। উত্তর হাতে নিয়ে হলে ঢোকা যায়, টোকাটুকি করা যায়।” শান্তনু সেন-এর এহেন গুরুতর অভিযোগের পরেই জয়প্রকাশ মজুমদার দলের সিদ্ধান্ত জানান। বেহালার কর্মসূচীতে কারও নাম না নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কয়েক জন বলছেন, তাঁরা মুখপাত্রের পদ ছেড়ে দিয়েছেন। জেনে রাখুন, আমরা তাঁদের আগেই সরিয়ে দিয়েছি। তাঁরাও এই চক্রান্তে ছিল।” উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদে গতকাল মধ্যরাতে পথে নামে মহিলারা জনজোয়ার রাজ্যজুড়ে। একদল দুষ্কৃতকারী নির্বিচারে ভাঙচুর চালায় আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
আরও খবর : rg kar protest : রাত দখলের রাতে ধুন্ধুমার আরজি কর-এ
ছবি : সংগৃহীত
