



শান্তনুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : তৃণমূল কংগ্রেসের বহিঃস্কৃত যুব নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে বিশেষ সূত্রে উল্লেখ। তাঁর মোট ২৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ইডি বিশেষ সূত্রে খবর, ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে প্রায় দেড় কোটি টাকা বর্তমান। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গ্রেফতার করে হুগলির তৃণমূল কংগ্রেসের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে ও কুন্তল ঘোষকে তৃণমূল কংগ্রেস সম্প্রতি দল থেকে বহিঃষ্কার করে। বর্তমানে শান্তনু ও কুন্তল ইডি হেফাজতে।
