



কেঁদে ফেললেন শান্তনু : ইডি সূত্র
সাশ্রয় নিউজ ★ কলকাতা : তৃণমূল কংগ্রেস বহিঃষ্কার করেছে দলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। দল বহিঃষ্কার থেকে বহিঃষ্কার হন আরেক তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে। ইডির বিশেষ সূত্রে খবর, জেরা চলার সময়ই শান্তনু জানতে পারেন, তাঁকে ও কুন্তল ঘোষকে দল থেকে বহিঃষ্কার করার খবর। সেই খবর শুনে কেঁদে ফেলেন শান্তনু বলে ইডির বিশেষ সূত্রে খবর। শান্তনু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের প্রশ্নও করেন, ‘প্রভাবশালী হলে কী দল এত তাড়াতাড়ি সরিয়ে ফেলত? কুন্তলকে সরাতে সময় নিয়েছে।’ উল্লেখ্য, তৃণমূল নেত্রী শশী পাঁজা ও মন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক সম্মেলনে করে কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহিঃষ্কারের কথা সংবাদমাধ্যমে জানান। অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের চাকরি থেকেও বহিঃস্কৃত হন শান্তনু।
-ফাইল চিত্র
