Sasraya News

Thursday, February 13, 2025

Sandip Ghosh arrested By the CBI : স্বাস্থ্য দফতরের আর্থিক দুর্নীতি : গ্রেফতার সন্দীপ ঘোষ

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : সিবিআইয়ের হাতে ডাক্তার সন্দীপ ঘোষ গ্রেফতার (Sandip Ghosh arrested By the CBI)। ৯ আগষ্ট অভয়ার মৃত্যুকে ঘিরে যে জটিলতা তৈরি হয়েছিল তার রেশ গোটা রাজ্য তথা দেশ জুড়ে এমনকী পৃথিবীর বেশ কিছু বড় শহরে ছড়িয়ে পড়ে। প্রত্যেকের মুখে একটাই স্লোগান বেজেছিল We want Justice.

কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে জনগন থেকে রাজনৈতিক মহলে আরও একটি দাবী উঠেছিল, ‘দফা এক দাবী এক স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ’।

অভয়া কাণ্ডে সিবিআই-এর হাতে তদন্তভার যাওয়ার পরে খুব গোপনে সাংবাদিকদের এড়িয়ে তদন্ত চালিয়ে যেতে শুরু করে সিবিআই। এরপরেই দফায় দফায় চিকিৎসক সন্দীপ ঘোষকে ঘণ্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে রাজ্য স্বাস্থ্য দফতরের দুর্নীতির খবর একে একে সামনে আসতে থাকে। এরপরেই ১৬ দিন কেটে যাওয়ার পরে সোমবার সন্ধের পরেই সিবিআই-এর হাতে গ্রেফতার হয় আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ। গ্রেফতার হওয়ার মূল কারণই হল অভয়া কাণ্ড নয়, গ্রেফতারের মূল বিষয়ই হল স্বাস্থ্য দফতরের আর্থিক দুর্নীতি। সিবিআই-এর আর্থিক দুর্নীতি দমন শাখার হাতেই গ্রেফতার হয়েছেন ডাঃ সন্দীপ ঘোষ।

ছবি : সংগৃহীত 

আরও খবর : RG Kar Doctor’s Protest : ‘আমরা ভিতরে যাব। আমাদের ডেপুটেশন জমা নিতে হবে।’ : দাবী জুনিয়র চিকিৎসকদের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment