Sasraya News

Wednesday, March 12, 2025

Sandeshkhali : সন্দেশখালি যেতে বাধা পেলেন বিজেপি বিধায়ক

Listen

সাশ্রয় নিউজ ★ উত্তর চব্বিশ পরগণা : সন্দেশখালি (Sandeshkhali ) বার বার খবরের শিরোনামে। রাজ্যে প্রধানমন্ত্রীর দু’দিনের সফর কালেও প্রধানমন্ত্রী সরব হন সন্দেশখালি ইস্যু নিয়ে। রাজ্যে তিনি দু’টি জনসভা করেন। দু’টি জনসভাতেই সন্দেশখালির ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন। বর্তমান সময়ে সন্দেশখালির ঘটনা রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্র বিন্দুতে। রাজ্যপুলিশের কাছে সাম্প্রতিক অতীতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নওশাদ সিদ্দিকীরা বাধা পাল। সোমবার সন্দেশখালি যেতে গিয়ে পুলিশী বাধা পেলেন বিজেপি (BJP) বিধায়ক জুয়েল মুর্মু (BJP MLA Khagen Murmu) পুলিশ (Police) ১৪৪ ধারা আছে বলে মালঞ্চতে আটকায় জুয়েল মুর্মুকে। ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে। অন্যদিকে সন্দেশখালির বাসিন্দারা শাসহজাহান সহ দোষীদের শাস্তি দাবি করেন। -প্রতীকী ছবি 

আরও খবর : Justice Abhijit Gangopadhyay : মঙ্গলবার চাকরি থেকে অব্যহতি, তারপরে রাজনীতিতে দেখা যাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment