



সাশ্রয় নিউজ ★ সন্দেশখালি : শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পরে কোর্টের নির্দেশে সিবিআই হেফাজতে। তবু বিক্ষোভের আঁচ কমেনি সন্দেশখালিতে (Sandeshkhali)। বৃহস্পতিবার সন্দেশখালির মহিলাদের ক্ষোভে ফুঁসতে দেখা যায়। তাঁদের ক্ষোভ শেখ শাহজাহান ঘনিষ্ঠ বেড়মজুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকী মোল্লার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে বেড়মজুরের মহিলাদের অভিযোগ, জমি দখল করে ভেড়ি বানিয়েছেন হাজি সিদ্দিকী। তাঁদের অভিযোগ যে, শেখ শাহজাহানের নির্দেশেই উনি দখল করেন জমি। এক বিক্ষোভকারী জানান, “এখন শাহজাহান নেই। কিন্তু দুর্নীতি এখনও রয়ে গিয়েছে। তাঁদের চ্যালারা তো রয়ে গিয়েছে। জমি কীভাবে দখল হয়ে যায়?” প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। হাজি সিদ্দিকী মোল্লা জানান, “সম্পূর্ণ ভিত্তিহীন। এটা সরকারি খাস জায়গা। কারোর কোনও কাগজপত্র নেই। সরকারিভাবে স্কুলের এক্তিয়ারে আছে। যেহেতু কারোর কোনও পাট্টা নেই। ওখানে তো ভেড়ি হয়নি। শুকনো হয়ে পড়ে রয়েছে। ওরা আমাকে বলেছিল, আমি বলেছিলাম, আমরা বসব। যদি তোমাদের বৈধ কাগজপত্র থাকে, তাহলে জমি ফেরত দেব।” উল্লেখ্য যে, অশান্তি এড়াতে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। -ফাইল চিত্র
আরও খবর : Tmc : রাজপথে তৃণমূলের মিছিল
