



সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : সম্প্রতি দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য বাগদান সারেন শোভিতা ধুলিপালার সঙ্গে। সেই সময় থেকেই চর্চায় উঠে আসেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) নানান জল্পনার মাঝে সামান্থার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট আলোচনার শীর্ষে পৌঁছয়।

সামাস্থার কথায় ‘ভালবাসা মানে ত্যাগ’! আর কী লিখেছেন সামান্থা! ওই পোস্টেই সম্পর্ক নিয়ে উল্লেখ যে, “সবাই ভাবে বন্ধুত্ব বা যে কোনও সম্পর্কেই আদানপ্রদানের একটা সমীকরণ থাকে। তুমি কিছু দেবে। আমি কিছু দেব। কিন্তু বছরের পর বছর আমি একটা বিষয় শিখেছি, ভালবাসা এমনই যে তুমি শুধুই দিয়ে যাবে। কিন্তু অপর পক্ষ হয়তো কিছুই দেবে না। আদানপ্রদানের সম্পর্ক নয়। বরং তুমি যত দিন না আমাকে ভালবাসা ফেরত দিচ্ছ, তত দিন আমিই শুধু ভালবেসে যাব।” সামান্থা রুথ প্রভু ওই পোস্টে লেখেন, “ভালবাসার অর্থ হল ত্যাগ। আমি সত্যি কৃতজ্ঞ যে কিছু মানুষ আমাকে ভালবাসেন। আমি তাঁদেরকে পাল্টা ভালবাসা ফিরিয়ে দিতে পারি না।” উল্লেখ্য, নাগা ও শোভিতার বাগদানের (Naga-Sovita Engagement) পরে দক্ষিণী সিনেমা জগতের দুই প্রাক্তন দম্পতিকে নিয়ে সমাজ মাধ্যমে নেটাগরিকরা চর্চা শুরু করেন। অতঃপর সামান্থার ওই পোস্ট অনেকটাই ইঙ্গিত সম্পন্ন বলেই নেটাগরিকরা মনে করেন!
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | 1st September 2024, Issue 31 : সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ১ সেপ্টেম্বর ২০২৪, সংখ্যা ৩১
