



সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : নির্বাচন এলেই বহু সেলেব্রিটিকে নির্বাচনী প্রচারে দেখা যায়। তা খেলা হোক বা বিনোদন। রাজনৈতিক দলগুলির প্রচারে ব্যবহৃত হন বহু সেলেব্রিটিই। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী ক্রিকেটার শচীন তেন্ডুলকরও (Sachin Tendulkar) বাদ গেলেন না সেই তালিকায়। তবে শচীনকে নির্বাচনী প্রচারে (Election Campaign) দেখা যাবে ঠিকই, কিন্তু অন্য ভূমিকায়। না কোনও রাজনৈতিক দলের প্রচার নয়। ভারতের নির্বাচন কমিশন (Electoin Commission of India) নির্বাচনী প্রচারের মুখ হিসেবে বেছে নিয়েছেন শচীনকে। এবিষয়ে নির্বাচন কমিশনের অভিমত, ‘তাঁকে দেখে, তাঁর কথা শুনে আরও ভোট দিতে উৎসাহী হবেন ভোটাররা।’ শচীনকে ‘ন্যাশনাল আইকন’ (National Icon) হিসেবেই গণতন্ত্রের উৎসবের প্রচারের মুখ হিসেবে সামনে নিয়ে আসা হয় বলে খবর। ছবি : সংগৃহীত
আরও পড়ুন : West Bengal Weather : জলপাইগুড়ির ঝড় আসলে মিনি টর্নেডো : আলিপুর আবহাওয়া দফতর সূত্র
