Sasraya News

Saturday, February 15, 2025

Rudranil Ghosh : ভোটে টিকিট না পেয়েই কী একাধিক হোয়্যাটস অ্যাপ গ্রুপ থেকে বেরুলেন রুদ্রনীল!

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যে ৩৯ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এখনও আসানসোল সহ ৩ টি আসনে প্রার্থী ঘোষণা বাকী। ওই আসনে পবন সিং প্রার্থী না হতে চাওয়ায় কিছুটা কোণঠাসা বিজেপি। কিন্তু প্রার্থী হিসেবে নাম নেই অভিনেতা রুদ্রনীল ঘোষ-এর (Raudranil Ghosh) এমনকী দোলের দিন ৭৭ টি হোয়্যাটস অ্যাপ গ্রুপ থেকে তিনি বেরিয়ে এসেছেন বলে সূত্রের খবর। 

রুদ্রনীল ঘোষ গ্রুপ ছাড় বিষয়ে বলেন, “৭৭ টি গ্রুপে আমাকে রাখা হয়েছিল। এর ভেতর খান চারেক গ্রুপ দরকারি। এর বাইরেও ক’য়েকটি গ্রুপ আছে। প্রয়োজনীয় গ্রুপ বাদ দিয়ে বাকি গ্রুপগুলি ছেড়েছি। মানুষ সবগ্রুপে আমায় অ্যাড করে নিলে আমার তো ফোন স্লো হয়ে যাচ্ছে। যে-কোনও মানুষই এটা চালাতে পারতেন না।”

লোকসভায় প্রার্থীপদ না পাওয়ায় ক্ষোভ রুদ্রনীলের (Rudranil Ghosh) তেমনি ইঙ্গিত বিজেপি নেতার। বলেন, “একটা খারাপ লাগা তো থাকবেই। প্রার্থী হতে গেলে কী কী যোগ্যতা লাগে, সেটা তো বিজেপি’র থেকে শিখেছি। হাওড়া শিবপুর থেকে তুলে এনে ভবানীপুরের মতো কঠিন জায়গায় প্রার্থী করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে আমি যথেষ্ট ফাইট দিয়েছি। নির্বাচনের পরেও ওই এলাকায় পড়েছিলাম। চারবার হামলা হয়েছে। আমি মারাও যেতে পারতাম। আমি তো মাঠ ছাড়িনি।

বিজেপি নেতা ও অভিনেতা বলেন, “লোকসভার ক্ষেত্রে প্রার্থী হতে গেলে পরিচিতির জায়গা থাকে। রাজনৈতিক, সামজিক বা শিল্পশিক্ষার ক্ষেত্রে পরিচিতদের প্রার্থী করা হয়। সেইসঙ্গে দেখা যায় লড়াইয়ের ময়দানে কারা ছিলেন? সেইক্ষেত্রে আমি খোঁজবার চেষ্টা করছি, আমি ঠিক কতটা পিছিয়ে! যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁরা সকলেই যোগ্য। আমার বিশ্বাস, যে চারটে আসন বাকি রয়েছে সেখানে অবশ্যই যোগ্য প্রার্থীদের দেওয়া হবে। যোগ্য প্রার্থী হয়ত বেশি হয়ে গিয়েছে।’

তবে রাজনৈতিক ওয়াকিবহাল মহল সূত্র অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, লোকসভায় টিকিট না-পেয়ে হয়ত দল ছাড়ার ইঙ্গিতই দিচ্ছেন বিজেপি নেতা। এমনকী দলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভও স্পষ্ট তাঁর বক্তব্যে। এক্ষেত্রে, এরপর অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ কোন পথে হাঁটেন সেটাই দেখার! -ফাইল চিত্র 

আরও পড়ুন : Varun Gandhi : বিজেপি প্রার্থী করেনি বরুণকে, কংগ্রেসে আসার জন্য অধীর চৌধুরী’র প্রস্তাব

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment