Sasraya News

Thursday, February 13, 2025

Riyan Parag : তিন দিন কী হয়েছিল রিয়ানের!

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : এই IPL -এ রিয়ান পরাগের (Riyan Parag) শুরুটা বেশ ভাল হয়েছে। ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দারুণ ব্যাটিং করেন রিয়ান। রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটার লখনউয়ের বিরুদ্ধে ৪৩ রান করেছিলেন। দিল্লির বিরুদ্ধে তাঁর রান ৮৪ নট আউট। খেলেন ৪৫ বল। সেদিন রিয়ান ম্যাচ সেরার পুরস্কার পান। বলেন, ‘আবেগ নিয়ন্ত্রণে এসেছে। আমার মা এখানে ম্যাচে উপস্থিত আছেন।’ রিয়ান এরপর বলেন, টপ অর্ডারের চারজনের মধ্যে কাউকে না কাউকে টিমকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রথম ম্যাচে সঞ্জু ভাইয়া সেটা করেছিল। আর আজ আমি সেটা করলাম। আমাকে খুব পরিশ্র‍ম করতে হয়েছে। গত তিন দিন আমি বিছানা থেকে উঠতে পারিনি। আজ সেখান থেকে উঠে খেলছি।’ এর পরেই চর্চা শুরু হয়, কী হয়েছিল রাজস্থান রয়্যালসের ক্রিকেটারের! অনেকেই মনে করছেন, যদিও তাঁর কথা থেকেই স্পষ্ট শারীরিক কোনও সমস্যার ভেতর ছিলেন রিয়ান। ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : State Government : ভোটের দিনগুলি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment