Sasraya News

Thursday, March 13, 2025

Rishabh Pant : চেন্নাইয়ের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি ঋষভের

Listen

সাশ্রয় নিউজ ★ বিশাখাপত্তনম : চেন্নাই সুপার কিংসসের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। রবিবার এক হাতে ওভার বাউন্ডারি মারেন মুস্তাফিজুর রহমানের বলকে। যা সকলের দৃষ্টিতে আটকে যায়। ঋষভ শেষবার হাফ সেঞ্চুরি করেন ২০২১ সালের IPL-এ। ওই ম্যাচটিও ছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেই। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক রবিবার ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলেন। এর আগেও ঋষভের ঝড়ো ব্যাটিং দেখেছে ক্রিকেট বিশ্ব। তাঁর ব্যাটিং স্কিল দেশকেও জয় এনে দিয়েছে। তবে ২০২২ সালের ডিসেম্বরের সেই ভয়ঙ্কর রাতের পরে আতঙ্কে ছিল দেশ। তিনি গত ২০২৩ IPL খেলতে পারেননি। ভয়ানক দুর্ঘটনার পরে চলতি IPL-এ ব্যাট হাতে মাঠে ফিরেছেন ঋষভ। তারপরেই CSK -এর বিরুদ্ধে হাফ সেঞ্চুরি। যা তাঁকে ও দিল্লি ক্যাপিটালসকে অনেক বড় মানসিক শান্তি দেয় বলেই উল্লেখ। ছবি : সংগৃহীত 

আরও খবর : I.N.D.I.A. Meeting : ‘আমি ভারতের ৫০ শতাংশ মহিলা জনসংখ্যা এবং ৯ শতাংশ উপজাতি সম্প্রদায়ের কণ্ঠস্বর…’: কল্পনা সোরেন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment