Sasraya News

Saturday, February 15, 2025

Rinku Singh : রিঙ্কু সিং-এর ভেতর ভবিষ্যৎ দেখছে বোর্ড : সূত্র

Listen

সাশ্রয় নিউজ ★ মুম্বাই : নতুন প্রজন্মের ক্রিকেটারদের ভেতর রিঙ্কু সিং (Rinku Singh) ভারতীয় বোর্ডের বিশেষ নজরে আছেন। এবং ভারতীয় এই ক্রিকেটারের ভেতর ভবিষ্যৎ ভারতীয় দলের নেতা দেখছেন বলে সূত্রের খবর। কারণ হিসেবে জানা যায়, উত্তরপ্রদেশের তরুণটি ভেতর নম্র-ঠাণ্ডা মাথা। এবং এই বৈশিষ্ট্যই ইতিমধ্যেই ম্যাচ ফিনিশার তকমা এসেছে সমর্থকদের ভেতর। বিগত ম্যাচ গুলিতে রিঙ্কুর পারফরম্যান্স সকলের চোখে জ্বলজ্বল করছে। শুধু তা-ই না, চলতি বছরের জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নির্ভরশীল ব্যাটার হিসেবে রিঙ্কুকেই দেখছেন, অনেকেই। গত বছর টি-টোয়েন্টি দলে অভিষেক হয় তাঁর। এখন অব্দি রিঙ্কুর স্ট্রাইক রেট ১৭৬.২৩। দু’টি হাফ সেঞ্চুরি। একদিনের ক্রিকেটে ম্যাচ খেলেছেন ২টি। দুই ম্যাচে রান ৫৫। সি গ্রেডে জায়গা পেলেন রিঙ্কু। এছাড়াও বাংলার পেসার মুকেশ কুমার, লেগ সনার রবি বিষ্ণই, আবেশ খান, প্রসিধ কৃষ্ণা, জীতেশ শর্মা, রজত পাতিদার সি-গ্রেডে জায়গা অর্জন করেন। -ফাইল চিত্র 

আরও খবর : Kolkata Fire : স্কুলে আগুন, আতঙ্ক ছাত্র-ছাত্রীদের ভেতর

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment