Sasraya News

Wednesday, March 12, 2025

RG Kar Protest : ‘সিপিকে মেরুদণ্ড দিয়ে এসেছি’ ডেপুটেশন থেকে ফিরে বললেন জুনিয়র চিকিৎসক

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে আন্দোলন প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের। লালবাজার থেকে ডেপুটেশন দিয়ে ফিরেই ঘোষণা জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের। এদিন ২২ জনের প্রতিনিধি দল CP বিনীত গোয়েলের কাছে তাঁদের ডেপুটেশন জমা দেন। তাঁরা প্রতীকী মেরুদণ্ড হাতে নিয়ে লালবাজারে সিপি’র অফিসে প্রবেশ করেন। ডেপুটেশন থেকে ফিরে প্রতিনিধি দলের সদস্য ডাঃ অনিকেত মাহাত সাংবাদিকদের জানান, “আমাদের ডেপুটেশন কপি দিয়েছি। উনি (পুলিশ কমিশনার) আমাদের সেই কপি সুন্দরভাবে গ্রহণ করেন। আমাদের ডেপুটেশনের পয়েন্টগুলো নিয়ে আমরা ওঁর সঙ্গে আলোচনা করি। সেখানে উনি স্বীকার করেন, ১২ ও ১৪ তারিখের ঘটনায় পুলিশি ব্যর্থতা রয়েছে বলে উনি মনে করেন। এটা তিনি স্বীকার করেন। কর্ডন করার জায়গা, প্রমাণ লোপাটের ঘটনা…এগুলি নিয়ে পুঙ্খনাপুঙ্খ আলোচনা করি।” এপ্রসঙ্গে তিনি আরও বলেন যে, “তাঁকে আমরা বলি, স্যার এই নৈতিক দায়ভার থেকে আপনার পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি। কিন্তু, তিনি একথা বলেন তিনি তাঁর কাজে খুশি। কিন্তু, তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে পদত্যাগ করাবেন, তাহলে তিনি হাসিমুখে পদত্যাগ করবেন। আমাদের ৪ তারিখে যে কর্মসূচি আছে..’বিচার পেতে আলোর পথে’…সেটা আমরা পালন করব। ৯টা থেকে ১০টা। অভয়ার বিচারের দাবিতে আপনারা বেরিয়ে আসুন। যে যেভাবে পারবেন। শান্তিপূর্ণ উপায়ে আমরা প্রতিবাদ করব।” চিকিৎসক অনিকেত বাবুর কথায়, “ডেপুটেশন দিলাম। এখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেব। কিন্তু, ন্যায়বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন চলছিল, সেভাবেই চলবে। CP-র পদত্যাগের দাবিতে আমরা এখনও অনড়। আমরা মনে করি, নৈতিক দায়ভার নিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ করা উচিত। সিপিকে মেরুদণ্ড দিয়ে এসেছি।” উল্লেখ্য, CP বিনীত গোয়েলের পদত্যাগ সহ আরজি কর কাণ্ডের একাধিক দাবিতে গতকাল থেকে বিক্ষোভ দেখান শিক্ষার্থী-চিকিৎসকরা। মঙ্গলবার পুলিশ তাঁদের আন্দোলনের কাছে নত হয় বলে সূত্রের খবর। তবে বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে আন্দোলন উঠলেও আরজি কর কাণ্ডে তাঁদের আন্দোলন চলবে বলেই ঘোষণা করেন জুনিয়র চিকিৎসকরা।

ছবি : সংগৃহীত 

আরও খবর : Sandip Ghosh : আদালত চত্বরেই বিক্ষোভকারীর চড় সন্দীপকে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment