Sasraya News

Saturday, February 8, 2025

RG Kar Protest : শিলংয়ের পুজোর অনুষ্ঠানে আরজি কর কাণ্ডের প্রতিবাদ

Listen

ফাল্গুনী চক্রবর্তী ★ সাশ্রয় নিউজ, শিলং : ৯ আগস্ট এক মর্মান্তিক সাক্ষী হয়ে থাকলো মানুষের মনের মধ্যে। ঈশ্বরের পরেই যাদের আমরা ভগবান বলে থাকি সেই ডাক্তার অভয়া তাঁর প্রতিবাদ মেনে নিতে না পেরে তাঁকে খুন করল যারা তাদের শাস্তির দাবি গর্জে উঠেছে সারা বিশ্বে।

 

 

আজও সমানে প্রতিবাদ চলছে। জুনিয়র ডাক্তার থেকে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ এমন কি রাজনৈতিক ব্যক্তিত্ব গর্জে উঠেছে। সনাতন ধর্মের বাঙালি সমাজের মহা উৎসব এই দুর্গাপূজা আর এই পূজাকে ঘিরেই চলে বাঙালিয়ানার ঐতিহ্য। এবারে সেই ঐতিহ্য একটু হলেও কোথাও যেন থিতু হয়ে গিয়ে ছিল বলেই ধারণা করছেন ওয়াকিবহাল মহল। বেশ কিছু মণ্ডপে এমনকি প্রতিমাতেও ফুটিয়ে তুলেছে আর জি কর কাণ্ডের ভয়াবহতা। এই ভাবেই প্রতিবাদে সামিল হয়েছেন মানুষ। এমনই শিলং এর অনুষ্ঠানের নৃত্যন্যাটের মধ্যদিয়ে ফুটিয়ে তুলেছেন শিলং এর স্থানীয় শিল্পী দেবযানী রায়।

আর জি কর এর প্রতিবাদ গর্জে উঠলো শিলং এর পুজোয়। শিলং এর পুজোর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানের মুল বার্তাই ছিল নারীরা এখন কালীমূর্তি ধারণ করে যারা নারীর শ্লীলতাহানির চেষ্টা করে তাদের রক্ত পান করা। তারা যেন নারীর এই ভয়ঙ্কর রূপ দেখে এইরূপ অসলিল আচরণ থেকে নিজেদের বিরত রাখে। নারী সৃষ্টির মহিমা নারী শক্তি যারা নারীদের সম্মান করে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই নৃত্যনাট্য মুখ্য ভূমিকায় ছিলেন স্থানীয় শিল্পী দেবযানী রায় এবং তার সহকারী শিল্পী বৃন্দ। এই অনুষ্ঠানটি মহা সপ্তমীর সন্ধ্যেবেলা শিলং এর লুমপাড়িং স্থিত পূজামণ্ডপে আয়োজিত হয়। অনুষ্ঠানটির ধারণা, সম্পাদনা ও প্রস্তাবনা এবং পরিকল্পনা করেন – সঙ্গীতা দে। অভিনয়শিল্পী : দেবযানী রায়, তৃষ্ণা দাস, শ্রেষ্ঠা পল, অক্ষেতা পল, কনক সরকার, মাহি সরকার, অনন্যা দাস, তনুশ্রী চৌধুরী, অনুস্মিতা দাস, অনশিকা দে, রাজেশ বর্মন, সন্দীপন সাহা। পোস্টার তৈরি করেছেন : দীপা বর্মন। স্থানীয় সংস্কৃতিমনস্ক জনমানসের ভেতর অনুষ্ঠানটি সাড়া ফেলে।

আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | Issue 36 | 20 October 2024 || সাশ্রয় নিউজ, রবিবারের সাহিত্য স্পেশাল | সংখ্যা ৩৬ | অক্টোবর ২০২৪

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment