



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আর জি কর কাণ্ডে প্রথম থেকেই সরব রাজ্যের বামেরা (RG Kar Protest)। মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম নেতৃত্ব কড়াভাবে প্রতিবাদ করে ঘটনার। এমনকী নির্যাতিতার দেহ যখন পুলিশ নিয়ে যাচ্ছিল, গাড়ি আটক করে মীনাক্ষী মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি সাহারা। তারপর ঘটনার জল গড়িয়েছে অনেক দূর। সারা দেশের চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের ভেতর ছড়িয়ে পড়ে এই আন্দোলন। সকলের একটিই দাবি, ‘We want Justice,। শনিবার একই ইস্যুতে বাম-কংগ্রেস একসঙ্গে মিছিল করল করল কলকাতায়।

রাসবিহারী অ্যাভেনিউ থেকে রবীন্দ্র সদন পর্যন্ত বাম-কংগ্রেস নেতৃত্ব মিছিল করেন। ওই মিছিলে ছয় দফা দাবি তোলেন। দাবিগুলি যথাক্রমে : ১. আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চাই। ২. শাসকদলের গুণ্ডাবাহিনীর পুলিশি সহযোগিতায় হাসপাতাল ভাঙচুর ও গণআন্দোলন বন্ধ করার ষড়যন্ত্রকে ধিক্কার জানাই। ৩. পুলিশ কমিশনার, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। ৪. প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে রেখে জেরা করতে হবে। ৫. সিবিআই তদন্তে বাধা দেওয়ার চক্রান্ত চলবে না। ৬. রাজ্য সরকারকে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। প্রসঙ্গত, ওই মিছিলে বামপন্থী ও কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্ব পথ বৃষ্টি উপেক্ষা করে হাঁটেন।
ছবি : সংগৃহীত
আরও খবর : RG Kar Doctor Death : ‘এটা একটা নারকীয় ঘটনা’ : সৌরভ গঙ্গোপাধ্যায়
