Sasraya News

Saturday, February 8, 2025

RG Kar Protest : আর জি কর কাণ্ডের প্রতিবাদে কালনার প্রতিবাদ কর্মসূচী

Listen

মহাবীর চৌধুরী ★ পূর্ব বর্ধমান : ‘নাটক ছেড়ে বিচার করো /আর জি করে মাথা ধরো।’ আরজি করে অভয়া কাণ্ডের প্রতিবাদ (RG Kar Protest) কালনায়। পূর্ব বর্ধমানের কালনাতে সোমবার পথে নারী-পুরুষ নির্বিশেষে প্রতিবাদ মিছিলে অংশ নেন। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রতিবাদ এই মুহূর্তে দেশ ও প্রতিবেশি দেশের গণ্ডী ছাড়িয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতেও ঘটনার ধিক্কার জানানো হয় বলে উল্লেখ।

 

কালনায় প্রতিবাদ কর্মসূচী

 

তবে প্রতিদিন এই ঘটনার রেশ বৃদ্ধি পাচ্ছে। পথে নেমে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অভয়ার খুনি ও ধর্ষকদের বিচার চাইছেন। আন্দোলনকারীদের সমর্থন জানাতে এগিয়ে এসেছেন ক্রীড়াবিদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিকরা সহ সমাজের সব স্তরের মানুষ। আদালতের নির্দেশে ঘটনার তদন্তে সিবিআই। এমনকী, সুপ্রিম কোর্টে প্রধানবিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে স্বতঃস্ফূর্ত মামলা। অন্যদিকে, ওয়াকিবহাল মহলের মত যে, সরকার ও তদন্তকারী সংস্থার ওপর প্রতিনিয়ত আন্দোলন  প্রতিবাদের ভেতর দিয়ে চাপ তৈরি করছেন আন্দোলনকারীরা।

আরও খবর : Rinku Singh : দলীপে নেই রিঙ্কু

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment