Sasraya News

Saturday, February 15, 2025

RG Kar Medical College & Hospital : ‘আমার মেয়েটাকে কোথায় নিয়ে চলে গেল, জানি না’

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আর জি কর (RG Kar Medical College & Hospital) কাণ্ডে অবরোধ দেশপ্রিয় পার্কে। শিশু মঙ্গল হাসপাতালের চিকিৎসকরা অবরোধ করে দেশপ্রিয় পার্কের রাস্তা। দোষীদের শাস্তির দাবিতে পথে চিকিৎসকরা। গতকাল মৃত মহিলা চিকিৎসকের দেহ ময়নাতদন্তের পরেরই চুপিসাড়ে দেহ বের করে নিয়ে যাওয়ার অভিযোগ। বিক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভরত চিকিৎসকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে।

মৃতার বাবার কথায়, “ডেডবডিটা নিয়ে চলে গেল, আমার মেয়েটাকে কোথায় নিয়ে চলে গেল, জানি না।” ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “যে মেয়েটির ডেডবডি যে হাসপাতালে পাওয়া গেল, সেই মেয়েটির ময়নাতদন্ত সেই কর্তৃপক্ষ কীভাবে করে? খুন হবে আমারই আয়ত্তে, আর আমিই ঠিক করে দেব ময়নাতদন্তের রিপোর্ট?” অন্যদিকে এক আন্দোলনকারী চিকিৎসক বলেন, “তদন্ত করতে কীসের ভয়? কেন বডি লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে? কোথায় দাঁড়িয়ে বলবেন সুষ্ঠভাবে তদন্ত হবে, তার বদলে দেহ লুকিয়ে নিয়ে যাচ্ছে? এখানে ধামাচাপা দেওয়ার জন্য সকাল থেকে পরিকল্পনা চলছে।” হাসপাতাল চত্বরে শনিবারও বিক্ষোভ চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা। ঘটনায় একজন গ্রেফতার হয়েছেন বলে উল্লেখ।

ছবি : সংগৃহীত 

আরও খবর : RG Kar Medical College & Hospital : আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যু রহস্য

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment