



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আরজি কর মেডিক্যাল ও হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের (RG Kar Medical College and Hospital Rape-Murder Case) ঘটনায় মুখ খুললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) এই মুহূর্তে রাজ্যের প্রথম সারির হাসপাতালের ঘটনায় প্রতিবাদে নেমেছেন বিভিন্ন স্তরের মানুষ।

প্রতিবাদে জরুরি পরিষেবা বজায় রেখে কর্মবিরতিতে নেমেছেন চিকিৎসক ও পড়ুয়ারা। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনার নিন্দেয় সরব হন। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার পোস্ট করেন। পোস্টারে লেখা :
‘আরজি কর
মেডিক্যাল কলেজ
বিচার চাই’। বিচারের দাবির পাশাপাশি অভিনেত্রী লেখেন, ‘ভাষা নেই নিন্দের। এই দোষী দের অন্তত সাজা হোক। এই বার আর মেয়েটার দোষ, সে ভুল ভাবে ভুল সময়ে ভুল জায়গায় ছিল বলে তার দিকে আঙুল তুলব না।’ ওই ক্যাপশনে স্বস্তিকা মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন, ‘একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়? যাব কোথায়?’
ছবি : আন্তর্জালিক
