



সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিক্ষোভে উত্তাল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (RG Kar Medical College and Hospital)। রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সরান হল আরজি কর-এর সুপার সঞ্জয় বরিষ্ঠকে। ওই হাসপাতালের এক মহিলা চিকিৎসককে ধর্ষণের পরে খুনের অভিযোগ।

সেই ঘটনা গত শুক্রবার প্রকাশ্যে আসার পরেই উত্তাল হয়ে ওঠে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। নারকীয় ঘটনার পরিবাদে প্রতিবাদীদের পাশে রাজ্যের অন্যান্য হাসপাতালগুলিও। বর্তমানে হাসপাতালের জরুরি পরিষেবা বজায় রেখে চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। প্রতিবাদী চিকিৎসক ও পড়ুয়ারা ওই হাসপাতালের অধ্যাক্ষের পদত্যাগের দাবি তুলেছিলেন। কিন্তু দেখা যায়, অধ্যক্ষ নয়। সরানো হয় সুপারকে। ডিন বুলবুল মুখোপাধ্যায় সুপারের দায়িত্বও দেওয়া হয় বলে উল্লেখ। তবে চিকিৎসক সংগঠনগুলি ঘটনার দোষীর যথোপযুক্ত কঠোর শাস্তি ও দাবিদাওয়াতে অনড়। আরজি কর-এ ওই মহিলা চিকিৎসকের ওপর নারকীয় ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে একজন সিভিক ভলান্টিয়ারকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দোষীর শাস্তির দাবিতে সরব হয়েছে সাধারণ মানুষরা।
ছবি : সংগৃহীত
