



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আরজি কর কাণ্ডে (rg kar doctor raped and murder) আন্দোলনকারীদের প্রবল চাপে পড়ে সোমবার পদত্যাগ অধ্যক্ষ সন্দীপ ঘোষের। আরজি কর কাণ্ডের প্রতিবাদী ওই হাসপাতালেরই জুনিয়ার চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন, ছয় দফা দাবী যতক্ষণ পূরণ না হয় আন্দোলন অব্যাহতই থাকবে৷ ছয় দফা অন্যতম, চিকিৎসক-যুবতীকে ধর্ষণ ও খুনের বিচারবিভাগীয় তদন্ত। দোষীদের সর্বোচ্চ শাস্তি। এছাড়াও সিসিটিভি ফুটেজ ও ময়নাতদন্তের সমস্ত নথি আন্দোলনকারী প্রতিনিধিদের হস্তান্তর করার জন্য দাবি তুলেছেন তাঁরা।

উল্লেখ্য যে, সোমবার শহর কলকাতা আন্দোলনকারীদের মিছিলে বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। চিকিৎসক, ডাক্তারী পড়ুয়া, জুনিয়ার চিকিৎসকরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানকে পাথেয় করে করে পথে নামেন। মিছিলের স্লোগানে কেঁপে ওঠে কলকাতা। লক্ষ মানুষের মিছিলের ধ্বনি দেশবাসীকে প্রতিবাদ ও প্রতিরোধের বার্তা পাঠাল বলেই উল্লেখ। একইসঙ্গে আরজি কর কাণ্ডে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার মুখ্যমন্ত্রী মৃত চিকিৎসকের বাড়ি গিয়ে তাঁর মা বাবার সঙ্গে কথা বলেন। পুলিশকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, ‘‘দরকারে ওঁর বন্ধুবান্ধকে ডেকে কথা বলুন। যিনি ফোন করে সে দিন খবর দিয়েছিলেন, তাঁর সঙ্গেও কথা বলতে হবে। কাউকে ছাড়া হবে না।’’
আন্দোলনকারীদের সূত্রের খবর, কোনওভাবেই এই আন্দোলনকে ভাঙা যাবে না। আজ রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজে কর্মবিরতি করেন চিকিৎসকরা। আন্দোলনকারীদের কথায়, ‘আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক যুবতীকে ধর্ষণ ও খুনি ও ধর্ষকদের কাউকে আড়াল করা চলবে না। ইতিমধ্যে কলকাতা ও রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আর জি করের আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে। তেমনি পাশে থাকার বার্তা রাজ্যের বাইরের হাসপাতাল ও চিকিৎসকদেরও। সোমবারের লক্ষ মানুষের মিছিল সম্পর্কে আন্দোলনকারীদের বক্তব্য, ‘শুধু চিকিৎসক বা চিকিৎসাকর্মীরা নন। শিক্ষিত সমাজ এই ব্যভিচার ও নারকীয় ঘটনায় রাগে ফুঁসছে।’
আরও খবর : RG Kar Medical College and Hospital : সরানো হল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারকে
