Sasraya News

Tuesday, February 11, 2025

Recruitment Scam Tapas Mondal : নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলের জামিন মঞ্জুর করল আদালত

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : Recruitment Scam বা নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তাপস মণ্ডল জামিন পেলেন। এই মামলায় পিএমএলএ (PMLA) আদালত তাঁকে ব্যক্তিগত দশ হাজার টাকার বণ্ডে জামিন দেয়।

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার সিবিআই গ্রেফতার করেছিল তাপসকে (Tapas Mondal)। গত বছর ফেব্রুয়ারি মাসে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য-এর সঙ্গে তাপসের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সন্দেহ করা হয়। একই মামলায় জেলবন্দী মানিক ভট্টাচার্যও।

উল্লেখ্য যে, এমএলএ আদালতে তাপস মণ্ডল জামিনের আবেদন করেন। এবং তাঁকে ইডি আদালতে প্রোডাকশন ওয়ারেন্টের ভিত্তিতে তোলা হয়। ১০ হাজার টাকা ব্যক্তিগত বণ্ডে বিচারক তাঁর জামিন মঞ্জুর করে। ইডির আইনজীবী তাঁর জামিনের বিরোধিতা করেন। তবে ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলাতে জেলেই থাকতে হচ্ছে তাপস মণ্ডলকে। -সংগৃহীত ছবি 

আরও খবর : Bankura : পথ দুর্ঘটনায় হত বাইক আরোহী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment