



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ‘স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে কেউ ফোন করবেন না ‘ মেয়েরা রাত দখল করো’ (Reclaim The Night) কর্মসূচীকে কটাক্ষ উদায়ন গুহ-এর। রাজ্যের মন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘দিনহাটায় কেউ কেউ রাত দখল নিতে চাইছেন। আমার সমর্থন থাকল। তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না।’ রাজ্যের মন্ত্রীর বার্তা দিনহাটায় মহিলারা সুরক্ষিত। তিনি লেখেন, ‘অক্টোবর মাসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারারাত ধরে মহিলারা ঠাকুর দেখবেন, দিনহাটায় কোনও দিন সমস্যা হয়নি, ভবিষ্যতেও হবে না। উল্লেখ্য, তুফানগঞ্জ, কোচবিহার, দিনহাটা, মালবাজার শহরেও জমায়েত হবে বলে উল্লেখ।
অন্যদিকে, আলিপুর দুয়ারে পথে সিপিআই(এম)। আরজি কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার আলিপুর দুয়ার জেলার একাধিক থানা ও পুলিশ ফাঁড়িতে তাঁরা বিক্ষোভ দেখায়।
প্রসঙ্গত, ১৪ তারিখ রাতে মহিলাদের কর্মসূচীকে কটাক্ষ ও ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র তৈরি করে মিডিয়ার ফোকাশ সরাতে চাইছে একাংশের মানুষ। তাঁদের ষড়যন্ত্রে পা দেওয়ার আহ্বান আন্দোলনকারীদের।
ছবি : সংগৃহীত
আরও খবর : RG Kar Protest : ‘বামরাম মুখোশ পরে রাতে পথনাটিকা করবে’ কটাক্ষ কুণালের
