Sasraya News

Friday, March 28, 2025

Reclaim The Night : পূর্ব বর্ধমানে নারী শক্তির ধিক্কার মিছিল

Listen

সাশ্রয় নিউজ, কালনা ★ পূর্ব বর্ধমান : ১৫ আগস্ট ২০২৪ আরজি কর হাসপাতালের নক্করজনক ঘটনার প্রতিবাদে সারা বাংলা জুড়ে যে ধিক্কার মিছিল। ঘটনায় দুর্বার গর্জনের ঝড় উঠেছে। সেই ঢেউ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রসঙ্গত, গতকাল ১৪ আগস্ট কালনা পূর্ব বর্ধমানের অগোরনাথ স্টেডিয়ামের সামনে দুর্বার নারী শক্তি বাহিনীর তীব্র ধিক্কার মিছিল পথ হাঁটেন নারীরা। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের প্রতিবাদের গর্জে ওঠে নারীশক্তি। মিছিলের স্লোগান ছিল ‘We want justice ‘। মিছিলে দাবী ওঠে, অবিলম্বে দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দিতে হবে। মেয়েদের সামাজিক নিরাপত্তা দিতে হবে। ঘরের গৃহিণী থেকে শিক্ষার্থী, কর্মজীবী সমস্ত স্তরের নারীরা ওই দিন রাতের পথের দখল নেয়। নারী শক্তি বাহিনী হাজারও তিলোত্তমা হয়ে প্রতিবাদের ঝড় তুলেছিল। শুধু কালনা নয়, রাজ্য ও দেশের একাধিক মেট্রোপলিটন শহর, শহরতলী, জেলা শহর, গঞ্জেও মহিলারা পথে নামেন আরজি কর ইস্যুতে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment